আতঙ্কে বিনিয়োগকারীরা সেল প্রেসারে নর্দার্ন জুট

নিজস্ব প্রতিবেদক

গত ২২ ফেব্রুয়ারি  শনিবার উচ্চ আদালতের আদেশে  নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সব ব্যাংক হিসাব বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ তথ্য জানায়।

কোম্পানির ব্যাংক হিসাব বন্ধ করার কারণে কোম্পানিটি রপ্তানি করতে পারছে না, কাঁচা পাটও প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না।

 

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল থেকেই কোম্পানিটির সেল প্রেসার বেড়েই চলেছে। ফলে ক্রেতা না থাকায় হল্টেড হয়েছে কোম্পানিটি। কোম্পানিটির ১ লাখ ৯৬ হাজার ৩৮৩টি শেযার বেচার আবেদন থাকলেও ক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৩৮৪ টাকা ৯০ পয়সা। গতকাল শেয়ারের মূল্য ছিল ৪২১ টাকা ৮০ পয়সা।

 

বাজার বিশ্লেসকদের মতে,অনেক কোম্পানি হারিয়ে যাচ্ছে। তা নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা। নর্দার্ন জুটের ব্যাংক হিসাব বন্ধ করে বাংলাদেশ ব্যাংক ।যার ফলেই সেল প্রেসারে হল্টেড হয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের নিকট মাত্র ২১ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

 এসএমজে/২৪/মি

Tagged