আতঙ্কের জন্য কি শুধু বিনিয়োগকারীরাই দায়ী

লকডাউন–আতঙ্কে গত রোববার বড় ধরনের দরপতন ঘটেছে দেশের পুঁজিবাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকটি এ সময় একদিনেই ১০০ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশ কমে আবারও ৬ হাজারের নিচে নেমে আসে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও কমেছে প্রায় ৩০০ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ। সূচক কমলেও দুই বাজারেই লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছিল। যদিও পরের দিনই পুঁজিবাজার ঘুরে দাঁড়ায়। কিন্তু এই ধরনের আতঙ্ক দেশের পুঁজিবাজারে নতুন কিছু নয়। এছাড়া বরাবরই আতঙ্কের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা হয়। কার্যত এর জন্য কি শুধুই বিনিয়োগকারীরাই দায়ী?

ভালো-মন্দ খবরে পুঁজিবাজার প্রভাবিত হওয়া নতুন কিছু নয়। বিশেষ করে বৈশ্বিক অতিমারি করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর লকডাউনকেন্দ্রিক খবর এবং পুঁজিবাজার বন্ধ হওয়ার বিষয়টি আগেও ঘটেছে। তারপরও কেনো এটি মাথায় রেখে আগে থেকে সঠিক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণা দেওয়া গেল না? এক্ষেত্রে শুধু বিনিয়োগকারীদের ওপর দায় চাপানো কতটা সঠিক কাজ হচ্ছে? আমরা দেখি, যখনই দেশে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, এর অতিরঞ্জন হয় পুঁজিবাজারে। তাই আশা করবো অতীতের শিক্ষা কাজে লাগিয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা এ ধরনের আতঙ্কের ঝুঁকি এড়াতে সক্ষম হবেন।

Tagged