আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নিলে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা বাড়ে

পুঁজিবাজার খুবই হিসাব-নিকাশের জায়গা। এখানে আবেগ, ক্ষোভ, মান-অভিমান চলে না। আবার আতঙ্কিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে বড় ধরনের ভুল হতে পারে। তাই এসব বিষয় মাথায় রেখেই বিনিয়োগকারীদের লেনদেন করা প্রয়োজন।

দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন চলছে। গতকাল সপ্তারে  শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৯ পয়েন্টের বেশি। চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দরপতন।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার খবর ছড়িয়ে পড়ার পর বাজারে দ্রুত সূচকের পতন ঘটতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়ে গেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছে। বাংলাদেশের শেয়ারবাজারেও তার প্রভাব পড়া অস্বাভাবিক নয়।

বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ভর করেছে। এ কারণে বিক্রির চাপ বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। ফলে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে একধরনের শঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবেই যাই হোক, মনে রাখতে হবে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নিতে গেলে ক্ষতির আশঙ্ক থাকে। তাই বিনিয়োগকারীদের বলবো ভোলো করে জেনেবুঝে সিদ্ধান্ত নিন। আতঙ্কিত হবেন না।

Tagged