এসএমজে ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার ডিভিডেন্ড ঘোষণা করায় আজ সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার নেই।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। ২০১৮-২০১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৮ টাকা। মোট সম্পদ মূল্য (এনএভি) ৩২.৪০ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৫.৬৭ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের জন্য ১৭ অক্টোবর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ব্রেকিং নিউজ :