আজ ব্লক মার্কেটে ৬১ কোম্পানির লেনদেন ২২০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬২ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২২০ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৪ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৪৩ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ২৯ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমরা নেটওয়ার্কস, এসিআই, অগ্রণী ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, আরগন ডেনিমস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বসুন্ধরা পেপার মিলস, ব্র্যাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দ্যা ঢাকা ডাইং অ্যান্ড মেনুফ্যাকচারিং, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনিক্স ইনফোসিস, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশন, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, লুব-রেফ(বাংলাদেশ), ম্যাকসনস স্পিনিং মিলস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ফীড মিল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল মিলস, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এস.এস. স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged