এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান । ফান্ডটির মোট ৬কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল-আর্গন ডেনিমস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স,ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ থাই অ্যালমিনিয়াম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস,দ্যা সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডার্চ বাংলা ব্যাংক, এমারেন্ড অয়েল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, যমুনা ব্যাংক, কাট্টারী টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফ্ফার হোসেন, ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল পলিমার, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, প্যারামউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ, প্রাইম ব্যাংক, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, রুপালী ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিন, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মাসিউটিক্যালস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন সেফার্ড ও সামিট পাওয়ার লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/সা