এসএমজে ডেস্ক:
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনিক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির মোট ৭ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ৫ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, এ্যাপোলো ইস্পাত, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, বিকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইজেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, লুব-রেফ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, রবি আজিয়াটা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওযারটেক, সালভো কেমিক্যাল, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি