আজ ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির লেনদেন ১২৯ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১২৯ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৩৮ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংক কোম্পানিটি মোট ১১ কোটি ১১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল:- আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল, বীকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্ট সিমেন্ট, ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, এমারেল ওয়েল, ফরচুন, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীনফোন, জিপিএইচ ইস্পাত, গ্রীন ডেল্টা, এইচআর টেক্সটাইল, ইনডেক্স এ্যাগ্রো, ইসলামিক ফাইন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা, মার্চেন্ট ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং, মীর-আক্তার, ন্যাশনাল ব্যাংক, নিউলাইন, ন্যাশনাল ফীড মিলস, ন্যাশনাল হাউজিং ফিড মিলস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্রগতী ইন্স্যুরেন্স, এরএকে সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক, সাফকো স্পিনিং, সাইহাম কটন, সাউথইস্ট ব্যাংক, ইউনিক হোটেল, উত্তরা ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা্

Tagged