আজ ব্লক মার্কেটে ৩২ কোম্পানির লেনদেন ৭৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ৩২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির মোট ২৯ কোটি ২৬ লাখ ৫৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মোট ৭ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এসিআই, আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভালাইজিং, এপেক্স ট্যানারি, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ইস্টার্ণ ক্যাবলস, ফারিস্ট লাইফ, ফরচুন সুজ, ফুয়াং ফুড, জিএসপি ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল, আইসিবি অগ্রনী, ইন্টারন্যাশনাল লিজিং, ইন্ট্রাকো, কেডিএস এক্সেসরিস, লাফার্জ হোলসিম, লাভেলো, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, পদ্মা লাইফ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম আইসিবিএ, প্যারামাউন্ট টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, সোনালী লাইফ ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged