এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ মঙ্গলবার ৫ নভেম্বর এজিএম করবে বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করে। গত ৪ আগষ্ট কোম্পানিটি বোর্ড সভার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় এবং গত বছর কোম্পানিটি ৯০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।
রাজধানীর এয়ারপোর্ট রোডের আর্মি গলফ ক্লাবে সকাল সাড়ে ১০টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ১৬.০৮ টাকা, নেট এ্যাসেট ভ্যালু(এনএভি)৬২.৮০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এন্ওসিএফপিএস) হয়েছে ১৬.১৪ টাকা।