প্রতিদিনই সূচক কমছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ কার্যদিবসের মধ্যে মাত্র এক দিন সূচক ৮ পয়েন্ট বেড়েছে। এ ছাড়া বাকি ছয় কার্যদিবসে সূচক কমেছে ২৬৩ পয়েন্ট। গতকাল সোমবারও লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৬ পয়েন্ট। কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৭৫ কোটি টাকার। সুতরাং লেনদেনও আশঙ্কাজনক হারে কমছে। এর কারণ কী? এই আগ্রাসী দরপতন থামছে কেনো?
এখন আর এই দরপতন সহনশীল পর্যায়ে নেই। এখনই পুঁজিবাজারের দরপতন ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। যেভাবে প্রতিদিন সূচক পড়ছে, এত পড়ার কোনো কারণ দেখি না। আসলে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীতিগত বিষয়ে মতপার্থক্য রয়েছে। যার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিক্রির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এটাই এই পতনের কারণ কিনা ভেবে দেখা দরকার।
যে বিষয়টি সব সময় মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে, সংশ্লিষ্ট সকলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে পুঁজিবাজার সম্পর্কে। কারো একটু ভুলের জন্য বড় ধরনের ক্ষতি যাতে না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।