আগামী এক মাসে পুঁজিবাজারে আসছে আরও ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আগামী এক মাসে আরও চার-পাঁচটি কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম ।

তিনি বলেন, আগের মতোই কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে (কিউআইও) কোম্পানিগুলোকে অর্থ সংগ্রহের জন্য অনুমোদন দেওয়া হবে।

গত বৃহস্পতিবার ৬ মে ভ্যাঞ্চার ক্যাপিটালের প্রাক বাজেট আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, বর্তমান কমিশন ব্যবসাবান্ধব। আমরা ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য কাজ করছি। এরইমধ্যে দেশের ব্যবসাকে এগিয়ে নিতে এসএমই বোর্ডে একটি কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও চার থেকে পাঁচটি কোম্পানির অনুমোদন দেওয়া হবে। এই বোর্ড ধীরে ধীরে বড় হবে এবং পরবর্তী সময়ে এখান থেকে বিভিন্ন কোম্পানি মূল বোর্ডে চলে যাবে।

বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী উল্লেখ্য করে তিনি বলেন, সিঙ্গাপুর ও দুবাই এমনকি আমেরিকার প্রচুরসংখ্যক বিদেশি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। তারা প্রতিনিয়তিই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন বিনিয়োগের জন্য।

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটিজ অ্যাসোসিয়েশন ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথি  ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাছের, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ প্রমুখ।

বিএসইসির চেয়ারম্যান বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। আর আমরা অর্থনীতিতে অনেক পিছিয়ে রয়েছি। আমাদের এগিয়ে যেতে হবে। ৫ শতাংশ দুষ্টলোকের কারণে ৯৫ শতাংশ ভালো মানুষকে কষ্ট দিতে পারি না। আমরা এখন পলিসি পরিবর্তন করব। ৯৫ শতাংশ মানুষের ব্যবসার জন্য পলিসি করব।

এসএমজে২৪/কা

Tagged