আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২৭ কোম্পানি

এসএমজে ডেস্ক:

মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানি। এগুলো হলো: জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ট্রার্স্ট ব্যাংক, তসরিফা, স্টাইল ক্রাফট, এসআইনিএল, শাশা ডেনিমস, সী পার্ল বীচ রিসোর্ট, সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সাটাইল, রংপুর ফাউন্ড্রি, প্যাসিফিক ডেনিমস, ওয়াই ম্যাক্স, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল পলিমার, মুন্নু জুট, মুন্নু সিরামিক, এমএল ডাইং, খান ব্রাদার্স, আইটিসি, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, বিডি কম, ডেসকো, অ্যাডভেন্ট ফার্মা এবং এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৭ ও ১৮ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged