আগামীকাল সেনা মোতায়েন

এসএমজে ডেস্ক:

সারা বিশ্বে মহামারিতে পরিণত হয়েছে করোনা। বাংলাদেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন, মারা গেছেন ৩ জন। দেশব্যাপি করোনার সংক্রমণ রোধে দেশের সকল জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, in aid to civil power এর আওতায় আজ দেশের সকল বিভাগ ও জেলায় করোনাভাইসরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে। এবং আগামীকাল বুধবার সেনাবাহিনী মোতায়েন করা হবে।

সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইসরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন কর্মসূচি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহে সহায়তা ও সমন্বয় করবে। এছাড়া, বিভাগ ও জেলা পর্যায়ে মেডিকেল সহায়তা প্রদান করবে বাংলাদেশ সেনাবাহিনী। সূত্র: আইএসপিআর।

এসএমজে/২৪/বা

Tagged