আগামীকাল সিলভা ফার্মার এজিএম

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতর কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ(আইসিবি ব্যতীত)এবং ৫ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। গত ১৭ অক্টোবর কোম্পানিটি বোর্ড সভার মাধ্যমে এই ঘোষণা দেয়।

রাজধানীর হোয়াইট হল কনভেনশন সেন্টারে বেলা ১১ টায় এই এজিএম অনুষ্ঠিত হবে বলে জানা যায়।এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা আগের বছর একই সময় যার পরিমান ছিল ০.৯৩ পয়সা, এ বছর  নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ১৬.৪১ টাকা  আগের বছর একই সময় যার পরিমান ছিল ১৭.১১ টাকা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হয়েছে(এন্ওসিএফপিএস) হয়েছে ১.৫২ টাকা আগের বছর একই সময় যার পরিমান ছিল ১.৩৪ টাকা।

এসএমজে/২৪/ঝি

Tagged