ডমিনেজ স্টিলের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৯ অক্টোবর, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

এর আগে বিএসইসির ৭৩৭তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএমজে/২৪/রা

Tagged