বিনোদন ডেস্ক:
বলিউডের তুমুল জনপ্রিয় সিনে তারকা কারিনা কাপুরের ভক্তদের মধ্যে যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছেন সেই সব ভক্তের জন্য সুখবর। অনেক না, না করেও অবশেষে শুক্রবার ইনস্টাগ্রামে পা রেখেছেন বহুদিন থেকে বলিউড দাপিয়ে বেড়ানো এই নায়িকা। দুই দিনের মধ্যেই মধ্যে জুটে গেছে ১৫ লাখ অনুসারী। সেই তালিকায় নাম আছে আলিয়া ভাট, সোনম কাপুর, রণবীর সিং, কৃতি শ্যানন, ভূমি পেড়নেকর, মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, পরিণীতি চোপড়া, তামান্না ভাটিয়াদের মতো অনেক বড় বড় তারকারা। ইনস্টাগ্রামে কারিনাকে ২৪ ঘণ্টার মধ্যে যেসব বাংলাদেশি তারকা ‘ফলো’ করছেন, এর মধ্যে আশনা হাবিব ভাবনা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, রুনা খানসহ অনেকের নাম আছে।
ইনস্টাগ্রামে প্রথমে একটি বিড়ালের হেঁটে বেড়ানোর ভিডিও পোস্ট করেছেন কারিনা। আর পরে নিজের একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘থলের বিড়াল বাইরে বেরিয়ে এসেছে। হ্যাশট্যাগ, হ্যালো ইনস্টাগ্রাম।’ আর কারিনার এই পোস্টে প্রথম মন্তব্যকারী হলেন ডিজাইনার মনীষ মালহোত্রা। লিখেছেন, ‘স্বাগতম হে সুন্দরীতমা।’
কারিনা কাপুর ইনস্টাগ্রামের আহ্বানকে শেষ পর্যন্ত আর আগ্রাহ্য করে থাকতে পারলেন না এই তারকা। অবশেষে আত্মসমর্পণ করতেই হলো। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমি এমন মানুষ নই যে ছবি তুলে আপলোড করব আর কিছুক্ষণ পরপর দেখব কতজন পছন্দ করল। তবে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো, আমার যে ভক্তরা আমাকে তাঁদের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত করে তারকা বানিয়েছেন, তাঁরা আমাকে জানার, দেখার অধিকার রাখেন। সময়ের এই দাবি না মিটিয়ে আর উপায় নেই।’
তবে তিনি সাথে সাথে এ–ও জানিয়েছেন, নিজের ইনস্টাগ্রাম নিজে চালাবেন না। এ জন্য অ্যাকাউন্ট দেখভাল করার ব্যবস্থাপনা দলও রেখেছেন তিনি।
কারিনা কাপুর গুড নিউজ ছবি দিয়ে ‘গুড নিউজ’ পেয়েছেন কারিনা কাপুর। মাত্র ৬০ কোটি রুপি দিয়ে বানানো ছবিটি অবাক করে দিয়ে অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে আয় করে নেয় ৩১৮ কোটি রুপি। এদিকে কারিনার ঝুলিতে আছে আরো বড় দুটি ছবি। আগামী ১৩ মার্চ মুক্তি পেতে যাওয়া আংরেজি মিডিয়াম। ছবিটিতে তাঁকে দেখা যাবে ইরফান খানের বিপরীতে। অন্যদিকে কাজ চলছে থ্রি ইডিয়টস ছবির সহশিল্পী আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির। । ছবিটিকে চলতি বছরের সেরা ছবি হিসেবে দেখা হচ্ছে।
এসএমজে ডেস্ক/২৪/তা