অনুমোদন পেল ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদন পেল পুঁজিবাজারে  তালিকাভূক্ত সিরামিক খাতের কোম্পানি ফু-ওয়াং  সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ১ শতাংশ নগদ লভ্যাংশ। আজ ২৩ ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে ২৮ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন পায়।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। এ বছর ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে বিনিয়োগকারীরা আগামী বছরগুলোতে লভ্যাংশের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

ওই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাভেদ অপগেনহেপেন। সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানির সচিব আবদুল হালিম ঠাকুর।

এছাড়াও এজিএমে উপস্থিত ছিলেন, কোম্পানির সতন্ত্র পরিচালক সাদাদ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জ্মান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী, কোম্পানির সচিব আবদুল হালিম ঠাকুর এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/রা

Tagged