কথায় আছে- ‘শ্যাম রাখি না কূল রাখি।’ কথাটি শুনতে যেমনই লাগুক এর তাৎপর্য কিন্তু খুবই গভীর। কারণ একটি বিষয়ে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন বেছে নিতে হয় কোনো একটিকে। কারণ একই সঙ্গে শ্যাম আর কূল রক্ষা করা সম্ভব নয়। এতে শেষ পর্যন্ত কোনো কাজের কাজ হয় না। যত নির্মমই হোক একটিকে বাছাই করে নিতেই হয়। আমাদের দেশের পুঁজিবাজারও এমন একটি পরিস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় ধরেই এই অবস্থা নানা সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায়। যে কারণে আসল লক্ষ্যে পৌছানো সম্ভব হয় না।
পুঁজিবাজার বিকশিত করার জন্য বিভিন্ন সময়ই উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও এটি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। অন্যদিকে পুঁজিবাজার থেকে সব ধরনের অনিয়ম দূর করার ক্ষেত্রে তেমন শক্ত অবস্থান দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের। যে কারণে পুঁজিবাজার বিকশিত করার জন্য কিছু ভালো পদক্ষেপ নেওয়া হলেও এর সুফল আসছে না। কারণ পুঁজিবাজারের বিকাশ এবং অনিয়ম একসঙ্গে চলতে পারে না। দুটি বিষয় পরস্পর বিরোধী। সত্যিকার অর্থে বাজারের বিকাশ তরান্বিত করতে হলে অনিয়ম দূর করার বিকল্প নেই।