নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অডিট কার্যক্রম সম্পন্ন করতে ৩৯ নিরীক্ষক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকার বাইরে কোনো অডিট ফার্মকে দিয়ে তালিকাভুক্ত কোনো কোম্পানি অডিট করাতে পারবে না। বিএসইসির নির্বাহী পরিচালক এম. হাসান মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অডিটর প্যানেল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত অডিট প্যানেলে নিরীক্ষকের নামসহ নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামের তালিকা দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রকাশিত তালিকায় থাকা অডিট ফার্মগুলো হল- এসিএনএবিআইএন, আহমেদ মাশুক এন্ড কোম্পানি, আহমেদ জাকির এন্ড কোম্পানি, এ হক এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এআরটিআইএসএএন, আশরাফ উদ্দিন এন্ড কোম্পানি, আতা খান এন্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস এন্ড আর, জি কিবরিয়া এন্ড কোম্পানি, হুদা ভাসি চৌধুরী এন্ড কোম্পানি, হাওলাদার ইউনুস এন্ড কোম্পানি, হুসাইন ফরহাদ এন্ড কোম্পানি, এ কাশেম এন্ড কোম্পানি, এ ওহাব এন্ড কোম্পানি, ইসলাম আফতাব কামরুল এন্ড কোম্পানি, এম এম রহমান এন্ড কোম্পানি, ইসলাম কাজি শফিক এন্ড কোম্পানি, কে এম আলম এন্ড কোম্পানি, কে এম হাসান এন্ড কোম্পানি, কাজি জহির খান এন্ড কোম্পানি, খান ওহাব শফিক রহমান এন্ড কোম্পানি, এম জে আবেদীন এন্ড কোম্পানি, সিদ্দিক বসাক এন্ড কোম্পানি, তোহা খান জামান এন্ড কোম্পানি ম্যাবস এন্ড জে পার্টনার্স এন্ড কোম্পানি, মাহফিল হক এন্ড কোম্পানি, মালেক সিদ্দিক ওয়ালি, মাশিহা মুহিত হক এন্ড কোম্পানি, নুরুল ফারুক হাসান এন্ড কোম্পানি, অক্টোখান, পিনাকি এন্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম এন্ড কোম্পানি, রহমান রহমান হক, এস এফ আহমেদ এন্ড কোম্পানি, এস কে বরুয়া এন্ড কোম্পানি, সিরাজ খান বসাক এন্ড কোম্পানি, সাইফুল সামসুল আলম এন্ড কোম্পানি, এবং জোহা জামান কবির রশিদ এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
ব্রেকিং নিউজ :