ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি বিখ্যাত উক্তি রয়েছে। সেটি হচ্ছে- ‘যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীর জন্ম হয় না।’। এই উক্তির কার্যকারিতা থেকে আজও খুব একটা দূরে আসতে পারেনি দেশ। এখনও দেশে গুণীরা অবহেলিত হন এবং যাদের গুণ নেই তারা মূল্যায়িত হন। এ ধরনের নজির আমাদের দেশে ভুরি ভুরি। এর ফলে কাঠামোগত দিক থেকে প্রত্যাশা অনুযায়ী আমাদের অগ্রগতি হচ্ছে না। বিভিন্ন প্রতিষ্ঠানে গুণহীন, মানহীন লোকের ছড়াছড়ি। যারা যোগ্যতা না থাকলেও বিভিন্ন পদে রয়েছেন। এতে দেশের সামগ্রিক কাঠামোগত দুর্বলতা থেকে যাচ্ছে। এটি কেবল দেশের পুঁজিবাজার নয় সব ক্ষেত্রেই দেখা যায়।
দেশের অনেক প্রতিষ্ঠানে দেখা যায় গুণী ব্যক্তির অভাব। আবার থাকলেও তারা রয়েছেন কোণঠাসা। তাদের কর্ম-কাণ্ড হচ্ছে খর্ব। এতে অযোগ্যদের ভিড় বাড়ছে। তারা সব জায়গায় আধিপত্য বিস্তার করছেন। এ কারণে সম্ভাবনা থাকলেও জাতির আশানুরূপ উন্নতি হচ্ছে না। অন্যদিকে গুণীজনরা অবহেলার শিকার হয়ে নিজেদের যোগ্য প্রমাণ করার উৎসাহ হারিয়ে ফেলছেন। এই প্রক্রিয়া বছরের পর বছর চলতে থাকায় মানুষের মধ্যে তৈরি হচ্ছে অনাস্থা। পাশাপাশি গুণীজনের মূল্যবান সেবা থেকে বঞ্চিত হচ্ছে জাতি। এটি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে না পারলে কোনো ধরনের অগ্রগতিই সম্ভব নয়।