আরেক দফা বাড়লো নর্দার্ণ জুটের কারখানা বন্ধের সময়

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভূক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের  সব ব্যাংক অ্যাকা্উন্ট ফ্রিজ করার কারণে আরেক দফা বেড়েছে কারখানা বন্ধের মেয়াদ । কোম্পানির কারখানা বন্ধের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।

বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গতকাল ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিকে আরও অতিরিক্ত নথিপত্র জমা দিতে বলে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী কোম্পানিটি প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছে। তারা আশা করছে আগামী ১ মার্চ রিট পিটিশনের শুনানি হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ  আরো জানায়, ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে তারা কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। তাই আগামী ১ মার্চ পরযন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছে না। সেই সাথে কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না। এমনকি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিতরণ করতে পারছেনা। তাই গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged