জাতীয় বীমা দিবস কাল

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল জাতীয় বীমা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের এই দিনে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকরিতে যোগদান করেন। তাই এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি, ২০২০ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চ-কে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সহোযোগিতায় র‌্যালি, বীমা মেলা, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হবে।

প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপনের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এদিন, সকাল ১০:০০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ বীমা মেলা অনুষ্ঠিত হবে। বিআইসিসি-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি।’

ঢাকাসহ দেশব্যাপী আয়োজিত কর্মসূচি:

১. আজ, ২৯ ফ্রেব্রুয়ারি, শনিবার শুধুমাত্র ঢাকায় র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ০৯:০০ টায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি মানিক মিয়া এভিনিউ এর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্তে ইউটার্ন নিয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান গেটে সমাপ্ত হবে।

২. জাতীয় বীমা দিবস, ২০২০ উপলক্ষ্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিবিধ অনুষ্ঠানের অংশ হিসেবে একটি র‌্যালি আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে প্রায় ১০০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

৩. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকাল ১০টায় ১ম জাতীয় বীমা দিবসের উদ্বোধন ঘোষণাসহ বিশিষ্ট বীমা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, বীমা মেলার স্টল পরিদর্শন, প্রামাণ্যচিত্র দর্শনসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক দু’টি সংকলনের মোড়ক উন্মোচন করবেন।

৪. দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বীমা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে আগামী ০১ মার্চ ২০২০ তারিখ ১ম জাতীয় বীমা দিবসের র‌্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিবিধ উদ্যোগ নেওয়া হয়েছে।

৫. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ মার্চ ২০২০ তারিখে বিকাল ৫টা থেকে সঙ্গীতানুষ্ঠান (Concert) আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্র: আইডিআরএ

এসএমজে/২৪/তা/বা

Tagged