বিওতে পৌঁছলো পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের আইপিও ইউনিট

এসএমজে ডেস্ক:

বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে বে-মেয়াদি পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট।

আজ, বুধবার ফান্ডটির আইপিও ইউনিট সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারেীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। গতবছরের ২০ জুন থেকে  ৩ আগস্ট পর্যন্ত চাঁদা গ্রহণ সম্পন্ন করে পেনিনসুলা ব্যালান্সড ফান্ড।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা এবং এর ইউনিট সংখ্যা ২ কোটি। এখানে উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার (Systematic Investment Plan-SIP) আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ফান্ডটির ইউনিট বিক্রি করা যাবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসাবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে নিয়োজিত আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ফান্ডটির ব্যাংকারের দায়িত্বে আছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সূত্র: সিডিবিএল।

এসএমজে/২৪/বা

Tagged