পুঁজিবাজারের সূচক বাড়া-কমা একটি প্রাত্যহিক বিষয়। এর পেছনে যে সব কারণ থাকে সেগুলো যুক্তিযুক্ত হওয়া চাই; তবেই পুঁজিবাজারের স্বচ্ছতা আসবে। যদি এটি করা যায় তাহলে একটি আস্থার বাজার প্রতিষ্ঠিত হবে। যার ধারাবাহিকতা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। গড়ে উঠবে একটি ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থাপনা। এটি আমরা উন্নতবিশ্বে দেখতে পাই।
গত কয়েকদিন ধরে বাজার কিছুটা আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এখন বাজার কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি প্রতিষ্ঠিত করতে হবে। আর যেনো মানুষ আশাহত না হয় সেটি খেয়াল রেখে ব্যবস্থাপনা সাজাতে হবে। অতীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পুঁজিবাজারে। এসব বিষয় কম-বেশি সবাই জানে। সেসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনো উচিত। এক্ষেত্রে যার যতটুকু দায়িত্ব রয়েছে, তাকে সেটি পালন করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির ব্যর্থতায় সমষ্টির বড় ধরনের ক্ষতি যাতে না হয়। কারণ এই সমষ্টির কাছে সকলেরই দায় রয়েছে। তারা মিলেই দেশ অর্থনীতি রাজনীতি এগিয়ে নেয়। পুঁজিবাজারে যখন সমষ্টির স্বার্থ বাস্তবায়ন হবে, তখন এটি দেশের উন্নতি হবে। এমনকি ব্যক্তিও সেই উন্নতি থেকে বাদ যাবে না।