ডিএসইর লেনদেনের ইতিহাস (২০০৪-২০১৯)

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দীর্ঘ্ ১৬ বছরে বিনিয়োগকারীরা দেখেছেন ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩২৪৯ কোটি টাকার লেনদেন ও ৮৯১৮ পয়েন্টে সূচক। আবার ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজারের মহাধস।

ছকের মাধ্যমে ওই সময়ের ডিএসইর লেনদেনের চিত্র তুলে ধরা হলো-

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০০৮ ৩০০৮.৯১৩২৪ ১৩২ কোটি ৩ লাখ ৭০ হাজার
০২-মার্চ-২০০৮ ২৯১৬.২০১১৭ ১৮৩ কোটি ৩৯ লাখ ১২ হাজার
০৩-জুন-২০০৮ ৩২০৭.৮৯৪৯৯ ৩৭৯ কোটি ৯৮ লাখ ১৩ হাজার
০২-সেপ্টেম্বর-২০০৮ ২৮২০.৭৯০০৭ ৩৩৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার
০২-ডিসেম্বর-২০০৮ ২৫১৭.০৪৬১৫ ২১১ কোটি ৯২ লাখ ৩০ হাজার

২০০৮ সালে সূচকের অবস্থান ছিল অনেকটা নড়বড়ে। জুনের পর থেকে সূচক ক্রমান্বয়ে কমেছিল। তবে লেনদেনের অবস্থা ছিল খুব ভালো। সেবছর সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১২ অক্টোবর, মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৯০ কোটি টাকা।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০০৯ ২৮০৭.৬১২৬৪ ৪৩০ কোটি ৬৫ লাখ ৬২ হাজার
০২-মার্চ-২০০৯ ২৬২৬.২৬৯৪৭ ৩৪৯ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার
০১-জুন-২০০৯ ২৫৯৬.৯৯৭৭৯ ৫৪৯ কোটি ৭৮ লাখ ১০ হাজার
০১-সেপ্টেম্বর-২০০৯ ২৯৫০.১২০৭৪ ৪৯৯ কোটি ৮৯ লাখ ৯১ হাজার
০১-ডিসেম্বর-২০০৯ ৪৪২৪.০১৮৬৪ ১০১৫ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার

২০০৯ সাল ছিল পুঁজিবাজারের সুবর্ণ সময়। সে বছরে ডিএসইর লেনদেন ও সূচক দুটোই ছিল ঊর্ধমুখী। বছরের শুরুতে সূচকের অবস্থান ছিল ২৮০০ পয়েন্টে। বছর শেষে দাঁড়ায় ৪৪০০ পয়েন্টে। সে বছরের জুলাইয়ে লেনদেন প্রথম বারের মতো হাজার কোটি (২ জুলাই, মোট লেনদেন ১১৪৯ কোটি ৭১ লাখ ১০ হাজার) হয়েছিল।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১০ ৪৫৬৮.৪০৪০৫ ১০৯৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার
০২-মার্চ-২০১০ ৫৫৬৭.৪০০১৫ ৭৮৬ কোটি ১২ লাখ ২১ হাজার
০১-জুন-২০১০ ৬১৫২.৩৮৫৭৪ ২১২২ কোটি ৯২ লাখ ৯২ হাজার
০১-সেপ্টেম্বর-২০১০ ৬৭৭৪.৮৬৮৩৪ ১৫২১ কোটি ৭৬ লাখ ৬২ হাজার
০৫-ডিসেম্বর-২০১০ ৮৯১৮.৫১৩৫ ৩২৪৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার

২০১০ সাল হলো বাংলাদেশে শেয়ারবাজারের সবচেয়ে স্মরণীয় বছর। সেবছর শুরুতে সূচকের অবস্থান ছিল ৪৫০০ পয়েন্টে। এ সময় ক্রমান্বয়ে সূচকের অবস্থান গিয়ে দাঁড়ায় ৮৯০০ পয়েন্টে (৫ ডিসেম্বর, ৮৯১৯.৫১৩৫)। লেনদেনের পরিমাণও বেড়েছিল সূচকের সাথে তাল মিলিয়ে। মোট লেনদেনের পরিমাণ হাজার কোটি থেকে পৌঁছায় ৩০০০ কোটিতে (৫ ডিসেম্বর, ৩২৪৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা)। সারা বছর লেনদেন ইতিবাচক থাকলেও বছরের শেষটা ভালো হয়নি। ডিসেম্বরের ১৯ তারিখে হুট করে সূচক আগের অবস্থান থেকে ৫৫১ পয়েন্ট কমে যায়। ধস নামে দেশের প্রধান পুঁজিবাজারে, সহায় সম্বল হারিয়ে পথে বসে যান লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী।

এসএমজে/২৪/বা

ডিএসই লেনদেনের ইতিহাস আগের পর্বটি পড়তে (ক্লিক) করুন।

ডিএসই লেনদেনের ইতিহাস পরের পর্বটি পড়তে (ক্লিক) করুন।

(চলবে)