বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে ২ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিগুলো হলো- খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেড ও বীচ হ্যাচারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জানিয়েছে, গত ২৩ নভেম্বরের পরিবর্তে আজ বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

অন্যদিকে, বীচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। এতে কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানি দুটির বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

এসএমজে/২৪/ঝি

Tagged