এসএমজে ডেস্ক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার। এ শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪৪ লাখ ৭৪ হাজার ২২৭টি শেয়ার ৬৬০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা পিপলস্ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৮ লাখ ৩৭ হাজার ৮১৭টি শেয়ার ৫৯১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬৪ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৫ লাখ ৫০ হাজার ১৯৭টি শেয়ার ২ হাজার ৮২৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ৬ দশমিক ২৮ শতাংশ রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি ৬ দশমিক ২৪ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৫ দশমিক ৯৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি ৫ দশমিক ৫৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৫ দশমিক ৫৩ শতাংশ, ফরচুন সুজ লিমিটেড ৫ দশমিক ৩৫ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির ৪ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/ঝি
ব্রেকিং নিউজ :