এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২ সেপ্টেম্বর রোববার সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড।
এদিন কোম্পানিটির মোট ২৭ লাখ ২১ হাজার ৫৬৫টি শেয়ার ১ হাজার ৩৭১ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৯ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মোট ১৮ লাখ ৬ হাজার ৩৯টি শেয়ার ১ হাজার ১৬৮ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৪ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে বিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এর মোট ১৬ লাখ ৯৫ হাজার ৪৬২টি শেয়ার ১ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৪ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ১৫ লাখ ৬৯ হাজার ৭৩৫, ফেডারেল ইন্স্যুরেন্স ১৩ লাখ ১ হাজার ৯৮৭, আর.এন. স্পিনিং মিলস ১২ লাখ ২২ হাজার ৫৩, গেøাবাল ইন্স্যুরেন্স ১২ লাখ ১৬ হাজার ১২৩, প্রভাতি ইন্স্যুরেন্স ১১ লাখ ৪৩ হাজার ৮৩০, গ্রামীণফোন ১০ লাখ ৭২ হাজার ৫২৮, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০ লাখ ৫০ হাজার ৫৫৬, রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ লাখ ২৪ হাজার ৩০০, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯ লাখ ৭৯ হাজার ৮৪৫, খুলনা পাওয়ার ৮ লাখ ৪৯ হাজার ৬৯, বেক্সিমকো লিমিটেডের ৮ লাখ ৩১ হাজার ২৮, উত্তরা ব্যাংকের ৮ লাখ ১৫ হাজার ৯৯০, জেনারেসন নেক্সট ফ্যাশনস ৭ লাখ ৬৪ হাজার ৪৫৫, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭ লাখ ৬৩ হাজার ১৯২, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ লাখ ৩০ হাজার ৪৬৪, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭ লাখ ২০ হাজার ১৪৬ এবং ন্যাশনাল টিউবসের ৭ লাখ ১ হাজার ১২৫টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/মি
ব্রেকিং নিউজ :