এসএমজে রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার র্শীষ ১০টি কোম্পানি। এর মধ্যে তালিকার প্রথমেই রয়েছে ন্যাশনাল টিউবস। সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ৩০ দশমিক ৮৭ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যবেক্ষণ করে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে, শেয়ারটি সর্বশেষ ১৬৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটির শেয়ারের সর্বমোট ১০১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটির সর্বমোট ৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন হয়। যা গড় লেনদেন প্রতিদিন ১ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ। সর্বশেষ ৩১৩ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এ শেয়ার সর্বমোট ১৩ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন হয়। যার গড় প্রতিদিন ৩ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা।
চতুর্থ স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বমোট ৩ কোটি ৫ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন হয়। যা গড় প্রতিদিন ৭৬ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৯৮৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এ শেয়ার সর্বমোট ৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন হয়। যার গড় প্রতিদিন ১৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে:-বিকন ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড সিরামিক, ওয়াটা কেমিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সমরিতা হাসপাতাল।
এসএমজে/২৪/এমএইচ
ব্রেকিং নিউজ :