বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস শেয়ারবাজার। কিন্তু আমাদের এখানে চলে উল্টো। শিল্পে অর্থায়নে সরকারের সব ফোকাস ব্যাংকিং খাতে। এমন পরিস্থিতির কারণে দেশের পুঁজিবাজার সঠিক পথে চলছে না। বার বার হোঁচট খাচ্ছে। এ কারণে মানুষের প্রত্যাশা থাকলেও শেয়ারবাজার অনেক দূর যেতে পারছে না। আবার অনেকে মনে করেন ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দিয়েও চলা যায। তাই পুঁজিবাজার মুখী হওয়ার দরকার কী?
আরও একটি বিষয় হলো দক্ষতা বাড়াতে যেখানে বিকেন্দ্রীকরণ হওয়ার কথা, সেখানে এখনও কেন্দ্রীকরণ হচ্ছে। বিএসইসি নিয়ন্ত্রক সংস্থা হওয়ার পরও সিদ্ধান্ত চাইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এ সংস্কৃতির অবসান হওয়া দরকার। গত ১৫ বছরে শেয়ারবাজারে যে জুলুম ও অন্যায় হয়েছে, অন্তত তার খতিয়ান জানার অধিকার আছে দেশবাসীর। যারা দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়ম করেছেন, তাদের এখন ধরার সময় হয়েছে। মানুষ অনেক ঠকানো হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বছরের পর বছর প্রতারিত হয়ে আসছেন। তারা এই দেশেরই মানুষ। তাদের অধিকার আছে সবকিছুর জন্য জবাবদিহি করার। কাদের জন্য পুঁজিবাজার ধুঁকছে, তাদের চহ্নিত করা হোক।