পুঁজিবাজারে সুশাসনের অপেক্ষা আর কত

দিন যায়, মাস যায়, বছর যায়- পুঁজিবাজারে সুশাসনের অপেক্ষা যেন ফুরায় না। একের পর এক নেতৃত্ব আসে। পদ-পদবীতে পরিবর্তন আসে। এসেই দেওয়া হয় প্রতিশ্রুতি। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। এভাবে চলতে থাকবে আর কত দিন? মানুষ এসব কথা শুনে শুনে ক্লান্ত। এবার পরিবর্তন হোক। কথা নয়, কাজ হোক। তা হলে মানুষ বুঝতে পারবে তারা একটি ভালো পুঁজিবাজার পাবে।

যেকোনো ব্যবস্থাপনার মেরুদণ্ড হচ্ছে সুশাসন। সুশাসনের গতিপথই নির্ধারণ করে সাফল্য ব্যর্থতা। আজকে আমাদের পুঁজিবাজার বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এর জন্যও সুশাসনের অভাবই দায়ী। শেয়ারবাজারে ন্যায্যতা থাকলে মানুষের আস্থা বাড়ে। কারণ পুঁজি বিনিয়োগ করার পর যদি এর সুরক্ষা না থাকে তা হলে বিনিয়োগকারীরা হতাশ হবেন। বর্তমানে লাখ লাখ বিনিয়োগকারী হতাশ এবং অনেকে বাজার থেকে বের হয়ে গেছেন। তাদেরকে বাজারমুখী করার জন্য তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ কারণে পুঁজিবাজার ঘুরে ফিরে পতনে থাকছে।

ইতোমধ্যে আমরা অনেক ধরনের মতামত দিয়ে আসছি পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আবারও বলতে চাই সবকিছু ঠিক থাকলেও সুশাসন না থাকলে পুঁজিবাজার স্থিতিশীল হবে না। তাই যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি আন্তরিকভাবে দেখবেন বলে আমরা মনে করছি।