অনলাইন প্রতারণা থেকে বিনিয়োগকারীদের রক্ষা করুন

তথ্য প্রযুক্তির অগ্রগতির যুগে অনলাইন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্বজুড়ে যুক্ত থাকাসহ নানামুখি কার্যক্রমের জন্য অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপর্ণূ। কথা হচ্ছে এর যেমন ইতিবাচক দিক রয়েছে আবার মন্দ বিষয়গুলো হিসাবের বাইরে রাখা যাবে না। প্রয়োজন হচ্ছে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। যাতে অশুভ চক্র ক্ষতি করতে না পারে। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও এটি সমান গুরুত্বপূর্ণ।

দেখা যাচ্ছে অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ‍দুর্বৃত্তরা সাধারণ বিনিয়োগকারীদের অনেক ক্ষতি করছেন। এক্ষে ভুল তথ্য কিংবা গুজব, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই প্রতরণা থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে হবে।

গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি দেশের শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল। এরই মধ্যে তারা নিশ্চিত মুনাফার প্রলোভন দেখিয়ে দেশবিদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করছে। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

অনেকে এরই মধ্যে প্রলোভনে পড়ে অর্থও জমা দিয়েছেন। এটি খুবই গুরুত্বসহ দেখতে হবে। এই প্রতারণার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কঠোর হতে হবে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা যাতে এই ধরনের প্রতারণায় পড়ে আর্থিক লেনদেন না করেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

Tagged