ব্যাংকনির্ভরতা কমিয়ে সরকার পুঁজিবাজার থেকে অর্থ নিতে পারে

দেশের পুঁজিবাজার যদি সঠিকভাবে চলে, বাজারের উন্নতি হলে ব্যাংকনির্ভরতা কমিয়ে সরকারও পুঁজিবাজার থেকে অর্থ নিতে পারে। এতে ব্যংক খাতও ঠিক থাকবে, পুঁজিবাজারও ঠিক থাকবে। কিন্ত দেখা গেছে আগের সরককারগুলো সে পথে না হেঁটে অতিমাত্রায় ব্যাংকনির্ভর থেকেছে। এই মানসিকাত এখন পরিহার করা উচিত।

একটি দেশ তার পুঁজিবাজার যত ভালোভাবে কাজে লাগাতে পারবে, তার অর্থনীতি ততই গতিশীল এবং মজবুত হবে। উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকালেও আমরা এ ধরনের নজির দেখতে পাবো। আমরা একটি স্বাধীন দেশ, আমাদের অর্থনীতি। তাই অন্য দেশ পারলে আমরা পারবো না কেন? এখন সরকারের উচিত পুঁজিবাজার অধিকতর গুরুত্ব দেওয়া। এটি অগ্রধিকার ভিত্তিতে করা প্রয়োজন।

১৮ কোটি মানুষের দেশ আমাদের। এখানে সম্পদের তুলনায় মানুষ বেশি। আবার কর্মসংস্থানেরও বিষয় আছে। অনেক লোক শিক্ষিত বেকার। তাদেরকে যদি সৃজনশীল উপায়ে পুঁজিবাজারে যুক্ত করা যায়, তা হলে দেশের চেহারাই বদলে যাবে। এখন দরকার বাস্তবসম্মত পদক্ষেপ। যার মধ্য দিয়ে পুঁজিবাজারের পাশাপাশি দেশের উপকার হবে। তাই আমরা বলবো, যত দ্রুত সম্ভব পুঁজিবাজারের দিকে মনোযোগ বাড়ানো হোক। সরকার চাইলে এটি সম্ভব।

Tagged