পুঁজিবাজারের সম্ভাবনাকে দেশগঠনে কাজে লাগানো যাচ্ছে না

একটি স্বাধীন দেশের অর্থনীতি অগ্রসর হয় তার মানুষের কথা মাথায় রেখে। কী করলে সমগ্র দেশবাসী লাভবান হবে সেই চিন্তা থাকে সবার উপরে। পাশাপাশি সব মানুষকে যুক্ত করেই অর্থনীতির বিন্যাস করতে হয়। যাতে একেবারের দূরের প্রান্তিক মানুষটিও বঞ্চিত না হন। কারণ স্বাধীনতা, গণতন্ত্র এসবই অর্থবহ হয়ে দেশের সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। আজকে দেশের পুঁজিবাজারকে আমরা সকল মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারিনি। দেশের বিশাল জনগোষ্ঠীকে এর সঙ্গে যুক্ত করা যায়নি। ফলে পুঁজিবাজারের সম্ভাবনাকে দেশগঠনে কাজে লাগানো যাচ্ছে না।

যেকোনো দেশের পুঁজিবাজার তার অর্থনীতির সহায়ক শক্তি। কারণ বর্তমান বিশ্বে এর গুরুত্ব অনেক বেশি। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা এমন চিত্র দেখতে পাবো। কিন্তু আমাদের দেশে এখনও এর ব্যত্যয় ঘটছে।

দেশের সরকার কখনোই সরাসরি পুঁজিবাজার চালায় না। সরকারের এটি করার দরকারও নেই। সরকার কেবল নীতিসহায়তা দিতে পারে। তারপরও আমাদের দেশে পুঁজিবাজার ব্যর্থ হলে তার দায় এসে পড়ে সরকারের ওপর। এটি সঠিক বিবেচনা নয়। এখানে পুঁজিবার দেখভাল করার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে। তারা এটি দেখবে। আর এটি সম্ভব হলেই বাজারের উন্নতি সম্ভব।

Tagged