বর্তমান পুঁজিবাজারে কীভাবে আস্থা রাখবেন বিনিয়োগকারীরা?

উন্নতবিশ্বের পুঁজিবাজার যেভাবে চলে, আমাদের দেশের পুঁজিবাজার সেভাবে চলে না। এখানে ধরনের সংকট লেগেই থাকে। দেশের অর্থনীতি যেমনই থাক, পুঁজিবাজার চলে এক অযৌক্তি নিয়মে। এখানে বিনিয়োগকারীদের জন্য পদে পদে যেনো ফাঁদ তৈরি করা। তারা যে দিকেই পা দেবেন, খাদে পড়বেন, ফাঁদে পড়বেন। এটি একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে। যে কারণে বর্তামান পুঁজিবাজারে আস্থা রাখা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এতে পুঁজিবাজারের প্রতি তাদের আগ্রহ তলানিতে যাচ্ছে। এটি শেষ পর্যন্ত দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত।

সামগ্রিক অর্থনীতির সঙ্গে এদেশের পুঁজিবাজারে মিল নেই অনেক বছর ধরে। পুঁজিবাজারের দেশের অর্থনীতির গতিপ্রকৃতির চেয়ে গুজব অনেক বেশি ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হচ্ছেন। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। কী করবেন। এই ধরনের পরিস্থিতি বাজারে নৈরাশ্য সৃষ্টি করে। এর থেকে বের হতে না পারলে, পুঁজিবাজারকে স্থিতিশীল করা সম্ভব না। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারও সম্ভব হবে বলে মনে হয় না। তাই বলবো, সংশ্লিষ্টরা যেনো বিষয়গুলো আন্তরিকভাবে খতিয়ে দেখেন।

Tagged