দেশের অর্থনীতিকে গতিশীল এবং স্থিতিশীল রাখতে হলে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা-চিন্তার প্রয়োগ করতে হবে। দেশে ১৭ কোটি মানুষ। নিয়মিত অর্থনীতির আকার বাড়ছে। বিশাল জনগোষ্ঠীর দেশ হওয়ায় কর্মসংস্থানের একটি চাপ রয়েছে। এটি থাকাটাই স্বাভাবিক। প্রয়োজন হচ্ছে কর্মসংস্থামুখী নীতিমালা প্রণয়ন এবং এর বাস্তবায়ন। যার একটি বিষয় হতে পারে দেশের পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে একটি উন্নত পুঁজিবাজারে পরিণত করা। এর জন্য সব কিছু ঢেলে সাজানো। পুরনো কলকব্জা বদলে নতুন দৃষ্টিভঙ্গির আলোকে উন্নত বিশ্বের মতো আমাদের পুঁজিবাজারকে গড়ে তোলা।
দীর্ঘ দিন ধরে পুঁজিবাজার মন্দা ও নানামুখী সংকট চলছে। এতে অনেক সাধারণ বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তার কেউ অভিমানে, কেউ নিঃস্ব বা হতাশ হয়ে চলে গেছেন। তারা যেন আবার পুঁজিবাজারে ফিরে আসেন, লেনদেনে সক্রিয় হন, তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি নতুন করে মানুষ যাতে পুঁজিবাজারে যুক্ত হতে আগ্রহী হয় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এটি সম্ভব হলে অর্থনীতি-সহায়ক একটি পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। এতে দেশের মানুষ এবং অর্থনীতি উভয়ই সমৃদ্ধ হবে।