নতুন বিনিয়োগ পুঁজিবাজার গতিশীল করে

নতুন বিনিয়োগ পুঁজিবাজারকে গতিশীল করে। তাই সব সময়ই নতুন বিনিয়োগকে উৎসাহিত করা উচিত। এ কাজটি যাতে ঠিকঠাক মতো হয়, সে রকম ব্যবস্থাপনা সক্রিয় রাখা দরকার। কর্তৃপক্ষ সিদ্ধান্তের ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দিলে পুঁজিবাজরের উন্নয়ন ত্বরান্বিত হয় হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

জাতীয় বাজেট যত ঘনিয়ে আসছে, পুঁজিবাজারে তত চাঙাভাব দেখা যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ৬ হাজারের মাইলফলক ছুঁই ছুঁই করছে। লেনদেনও পৌঁছেছে ২ হাজার ৩৬৯ কোটি টাকায়।

বাজারের লেনদেনসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বাজারে চাঙাভাব ফিরতে শুরু করে। আর চলতি মাস ঈদের আগে-পরে বাজার আরও গতি পায়। তাতে গত এক মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৬৪ পয়েন্ট বা সাড়ে ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত তিন কার্যদিবসে বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট।

পুঁজিবাজারের বর্তমান বিষয়টি ইতিবাচক ভাবাবেই দেখতে চাই। সামনে নতুন বিনিয়োগ যাতে বাজারে ঢুকে সেই লক্ষ্যে পদক্ষেপ আরও জোরালো করতে হবে।

Tagged