বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের ফলে দুনিয়াজুড়েই অর্থনীতে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্বাস্থ্যখাতের পাশাপাশি পুরো অর্থনীতিই নানাভাবে ক্ষতিগ্রস্ত। এর থেকে পরিত্রাণের জন্য বহুমুখী উদ্যোগও থেমে নেই। প্রতিটি দেশই সামর্থ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধারে তৎপর রয়েছে। বাংলাদেশকেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, সম্প্রতি দেশের পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। লেনদেন ও সূচকে ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে বলে আমাদের ধারণা।
আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজার খুবই সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এর সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনীতি সমৃদ্ধ হবে। এখন দেখা দরকার কতটা সৃজনশীল উপায়ে কাজটি করা যায়। প্রতিনিয়ত নতুন নতুন ভাবনার মধ্য দিয়ে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়াই হতে পারে সঠিক কাজ।
আমরা অনেক দিন ধরেই লিখে আসছি, পুঁজিবাজারের বিকাশে প্রতিবন্ধক বিষয়গুলো চিহ্নিত করা হোক। কী ধরনের বিষয় পুঁজিবাজারের বিকাশকে বাধাগ্রস্ত করছে, সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হোক। তা হলে পুঁজিবাজার একটি উন্নত চেহারা পাবে। এতে বাজারে গুণগত পরিবর্তন আসবে।