ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন ৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে করেছে। এসব কোম্পানির ৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর ২০ লাখ ৭১ হাজার ৯৬৩টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে সিলকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার লিমিটেডে মোট ৫৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ম্যাকসন্স স্পিনিংয়, রুপালী ইন্সুরেন্স, ঢাকা ডায়িংয়, অগ্রণী ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ক্রিস্টাল ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, ও প্যারামাউন্ট টেক্সটাইলের ইন্সুরেন্স লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা