ভুল তথ্য প্রকাশ করায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক মাস কোনো পোস্ট দিতে পারবেন না তিনি।

করোনা চিকিৎসায় হারবাল এক ওষুধ সেবনে উপকার পাওয়া যায়, এমন তথ্য শেয়ার করেন মাদুরো। এছাড়াও নিজের ফেসবুক ওয়ালে একাধিক ভিত্তিহীন তথ্য শেয়ার করেন তিনি; যা সামাজিক যোগাযোগ মাধ্যমটির নীতিমালা লঙ্ঘন করে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ডব্লিউএইচও’র গাইডলাইন অনুসরণ করে প্রতিষ্ঠানটি। এ ধরনের ভুল তথ্য প্রচার সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর আগে, একই অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর পোস্ট ডিলিট করে দেয় ফেসবুক।

এসএমজে/২৪/রা

Tagged