এসএমজে ডেস্ক:
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১০ কোম্পানির মোট ৭ লাখ ১৮ হাজার ৫৭৮টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানির মোট ৫ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো। কোম্পানির মোট ২ কোটি ৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বীকন ফার্মার মোট ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- বারাকা পাওয়ার, বিডি থাই, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, ওরিয়ন ইনফিউশন এবং সী-পার্ল বীচ রিসোর্ট।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/রা