শেয়ার ক্রয় করবে একমি ল্যাবের দুই পরিচালক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের দুই পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির দুই পরিচালক মোট ৫৬ হাজার শেয়ার কিনবে।

কেম্পানির উদ্যোক্তা পরিচালক জাহানারা মিজান সিনহা ৪২ হাজার শেয়ার কিনবে। আরেক পরিচালক তাসনিম সিনহা ১৪ হাজার শেয়ার কিনবে।

এই দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged