ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন ১৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৭ কোম্পানির মোট ২৪ লাখ ৬৮ হাজার ৫৬৩টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে গ্রামীনফোন। কোম্পানির মোট ৫ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যারিকো। কোম্পানির মোট ৩ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এস.এস স্টিল কোম্পানিটির মোট ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান ফীড, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফীড মিলস, পিপলস ইন্স্যুরেন্স, ফার্মা এইড, পিএইপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ, প্রগ্রেসিভ লাইফ, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, সাইফ পাওয়ারটেক, শাহাজালাল ইসলামী ব্যাংক, সোনালী পপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged