পুঁজিবাজারের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি মেনে নেওয়াই স্বাভাবিক। কারণ কোম্পানির ভালো-মন্দের সঙ্গে শেয়ার দরের ওঠা-নামার নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক মেনে স্বাভাবিকভাবেই শেয়ার দরে উত্থান-পতন হতে পারে। কিন্তু সুনির্দষ্ট কারণ ছাড়া বাছবিছারহীনভাবে শেয়ারের দর বৃদ্ধি পুঁজিবাজারে ঝুঁকি বাড়ায়। এই ধরনের প্রবণতা আমাদের দেশের পুঁজিবাজারে প্রায়ই দেখা যায়। এটিকে স্বাভাবিক বাজার বলা যায় না। তাই স্বাভাবিক বাজারের গ্যারান্টি দরকার।
সম্প্রতি কিছু বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধির বিষয় বিশ্লেষকদের চোখ এড়ায়নি। অনেকে দুর্বল কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। আমাদের ভাষ্য, এখনও ভালো মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ার দর তলানিতে রয়েছে। এমন সময় দুর্বল কোম্পানির দর বাড়াটা কিছুতেই স্বাভাবিক হতে পারে না। এর পেছনে কোনো না কোনো কারসাজি থাকতে পারে। আর এর শিকারে পরিণত হতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা। এ ধরনের পরিস্থিতি পুঁজিবাজারের জন্য অকল্যাণকর। তাই সংশ্লিষ্টদের এখনই তৎপর হওয়া প্রয়োজন। প্রতিনিয়ত অনেক অনভিজ্ঞ নতুন বিনিয়োগকারী বাজারে যুক্ত হচ্ছেন। তারা যেনো প্রতারণার শিকার না হন, সে বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে বাজার যেনো স্বাভাবিক ভাবে পরিচালিত হয়, সেই গ্যারান্টি দরকার।