রাইট শেয়ারের টাকা কোথায় যায়, তদারকি দরকার বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করে। এরপরও অনেক কোম্পানি রাইট শেয়ার ছেড়ে পুনরায় টাকা উত্তোলন করে। কিন্তু দেখা যায় কোনো কোনো কোম্পানি রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে গড়িয়ে গিয়ে পড়ছে ‘জেড’ ক্যাটাগরিতে। এসব কোম্পানি টাকা নিয়ে কী করেছে, বা পুঁজিবাজার থেকে নেয়া টাকা কোথায় গেছে সে বিষয়ে তদরকি থাকা দরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

দেশের জনগণের একটা অংশই পুঁজিবাজারে বিনিয়োগক করেন। এটি একটি বৈধ উপার্জনের উপায়। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা জীবনে তিলে তিলে জমানো সামন্য সঞ্চয় এখানে বিনিয়োগ করছেন। তাই তাদের সামান্য পুঁজি যাতে বিত্তবানের পকেটে চলে না যায়, সেই ব্যবস্থা করতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হওয়া প্রয়োজন। তারা যেনো সঠিক উপায়ে জবাবদিহিতার মধ্য দিয়ে কোম্পানি পরিচালনা করেন। কারণ বিনিয়োগকারীদের কাছে তারা দায়বদ্ধ। তাই এখানে স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। বিনিয়োগকারীরাও কোম্পানির বৈধ অংশীদার। এটি কোম্পানি পরিচালকদের মাথা রাখা প্রয়োজন। তাই আইপিও কিংবা রাইট শেয়ার টাকা কোথায় যায়, সেই খোঁজও রাখা দরকার বিএসইসির।

Tagged