জিডিপির সঙ্গে তাল মেলাতে পারছে না পুঁজিবাজার

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঙ্গে তাল মেলাতে পারছে না পুঁজিবাজার। ‘মোট জিডিপির তুলনায় পুঁজিবাজার ও রাজস্ব সংগ্রহ—দুটি জায়গাতেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অর্থনীতি যেভাবে এগোচ্ছে, পুঁজিবাজার তার সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না। বড় ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারের মাধ্যমেই অর্থায়ন হবে—এটা হতে পারে বড় সমাধান।’ খোদ অর্থমন্ত্রীই এমনটি মনে করেন। সম্প্রতি ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এমন খবরই প্রকাশিত হয় গণমাধ্যমে।

মন্ত্রী যথার্থই বলেছেন- এমনই ধারাণা আমাদের। কারণ শিল্পায়ন থেকে শুরু করে দেশের বড় বড় দীর্ঘ মেয়াদি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এখনও দেশের পুঁজিবাজারকে কাজে লাগাতে পারছি না। আমাদের সামগ্রিক অর্থনীতির পরিধি দিনদিন বেড়েই চলছে। কিন্তু পুঁজিবাজার সেভাবে সম্প্রসারিত বা বড় হচ্ছে না। বর্তমানে পুঁজিবাজারে যে লেনদেন হচ্ছে, এটি খুবই সামান্য। অনেকে হয়তো সাম্প্রতিক হাজার কোটি টাকা লেনদেনকে খুব বড় মনে করছেন, আসলে এ পরিমাণ লেনদেন আমাদের বাজারের জন্য সামান্যই বলা চলে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে খুব দ্রুতই লেনদেনর পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়ানো সম্ভব। সেই সক্ষমতা দেশের অর্থনীতে রয়েছে।

Tagged