ন্যূনতম শেয়ার ধারণ: বিএসইসির কঠোর অবস্থানকে সাধুবাদ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল ইসলাম বলেছেন, তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকদের ন্যূনতম দুই শতাংশ শেয়ার নেই, তাদের পদ ছাড়তে হবে।

সম্প্রতি মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ ও শেয়ারবাজার বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ আয়োজিত অনলাইন আলোচনায় তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, যারা খারাপ উদ্দেশ্যে পুঁজিবাজারে এসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছেন, কোম্পানি ভালোভাবে চালাচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি। তালিকাভুক্ত কোম্পানিতে যেসব স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালন করেন, তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। বেশিরভাগ স্বতন্ত্র পরিচালক তাদেরওপর দায়িত্ব পালন করছেন না। এটি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

আমরাও মনে করি এটি দুঃখজনক। কিন্তু যারা এটি করছেন তাদের মধ্যে শুভবোধ জাগ্রত হচ্ছে না। তাই বিএসইসির কঠোর অবস্থানকে আমরা সাধুবাদ জানাই। এর মধ্য দিয়ে পুঁজিবাজারে দৃষ্টান্ত স্থাপন হোক- নিয়মের বাইরে গিয়ে কেউ পার পাবে না। তাহলে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং বাজারের ভিত্তি আরও বেশি মজবুত হবে।

Tagged