লেনদেন বন্ধের দাবি বিনিয়োগকারি ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে লেনদেন বন্ধের দাবি জানিয়েছে বিনিয়োগকারি ঐক্য পরিষদ। চলমান দরপতনের প্রেক্ষিতে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের নিকট এ দাবি জানানো হয়।

আব্দুর রাজ্জাক জানান, তারা লেনদেন বন্ধ রাখার দাবি করলেও ডিএসই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবছে না। বরং চলমান অবস্থা কিভাবে কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন। ডিএসই তাদের আশ্বস্ত করেছে এই বলে- আজ ব্যাংক উদ্যাক্তা ও অর্থমন্ত্রীর বৈঠক থেকে বাজারের জন্য সু খবর নিয়ে আসবে এবং চলমান পরিস্থিতির পরিবর্তন  হবে।

এর পরিপেক্ষিতে, লেনদেন বন্ধ রেখে সকল সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বিনিয়োগরীকারী নেতারা বলেন, বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কে গত সপ্তাহ থেকেই পুঁজিবাজারে তীব্র দরপতন হচ্ছে। এ সপ্তাহেও ভিন্ন কিছু হচ্ছে না। তাই লেনদেন বন্ধ রাখাই শ্রেয়।

এসএমজে/২৪/মি

Tagged