এমন ঈদ দেখেনি কেউ

দীর্ঘ এক মাস সংযম সাধনার পর বছর ঘুরে আনন্দঘন পবিত্র ঈদুল ফিতর আসে।
এবার আনন্দ শব্দটি বলার অবকাস নেই। বিদ্যমান করোনা দুর্যোগের মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতবিক্ষত হয়েছে উপকূলীয় জনপদ। করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় সতর্কতা ও আম্পানের ক্ষতচিহ্ন নিয়েই আমাদের ঈদুল ফিতর পালন করতে হচ্ছে। গোটা বিশ্বই করোনাভাইরাস সৃষ্ট মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এমন ঈদ দেখেনি কেউ। মানুষ মানুষ মানুষকে ছুঁতে পারছে না। বুকে বুক মেলেতে পারছে না। এক নির্মম বাস্তব যেন ভর করেছে পৃথিবীতে। মানবসভ্যতা আজ অসাহায়। পৃথিবীর জ্ঞিনবিজ্ঞানের এতো অগ্রগতি, মানুষের অংকার সবই যেন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কবে এই নির্মমতার সমাপ্তি হবে কেউ বলতে পারছে না। মানুষের ঘরে ঘরে ঈদের যে আনন্দ থাকার কথা সেটি এখন ছেয়ে গেছে বিষাদে। জীবন জীবিকা নিয়ে মানুষের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন প্রিয়জনদের লাশ গণনা করতে হচ্ছে অশ্রুভরা চোখে।
এই অবস্থায় ঈদ উদযাপন মানুষ কিছুতেই প্রত্যাশা করেনি। তবুও মানুষের পাশে দাঁড়াতে হবে সামর্থবানদের। সবাই মিলে লড়াই করতে হবে এই মরণব্যাধির বিরুদ্ধে। রক্ষা পেতে হবে এই দুর্যোগ থেকে। আমরা আশা করি মানুষ একদিন জয়ী হবে। পৃথিবী থেকে বিদায় নেবে প্রাণঘাতী করোনাভাইরাস। ফের মানুষ আনন্দচিত্তে পৃথিবীতে ঈদ উদযাপন করবে একে মিলেবে অপরের সঙ্গে। থেমে যাবে মৃত্যুর মিছিল।

Tagged